যারা বসে আছেন তারা চাইলে সোলার প্যানেল খোলার কাজটা করতে পারেন।
আগামী দুই মাস এই কাজ চলমান থাকবে
আপনার হাতে পাসপোর্ট ভিসা সিআইডিবি এবং প্রয়োজনীয় ডকুমেন্ট থাকতে হবে। মালয়েশিয়াতে আপনার বৈধ পারমিট থাকতে হবে।
তবে হ্যাঁ দুই মাসের বেশি এই প্রজেক্ট চলবে না দুই মাসের মধ্যে তোলার প্যানেলগুলো মোটামুটি খোলা শেষ হয়ে গেলে আমাদের হাতে আপাতত কোন কাজ থাকবে না সো আপনি যদি মালয়েশিয়াতে বসে থাকেন আপনার হাতে যদি কোন কাজ না থাকে তাহলে আপনি জয়েন করতে পারেন আমাদের সাথে বেতন খুবই ভালো প্রত্যেক মাসে তিন হাজার লিঙ্গের উপরে আসবে। যদি কাজ করতে চান তাহলে আমার নম্বরে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে মেসেজ করুন যদি মেসেজ না রিপ্লাই দেই তাহলে অপেক্ষা করুন ফ্রি হয়ে মেসেজের জবাব দেব।
মন্তব্য করুন